শনিবার, মে ২০, ২০১৭

সাবধান! আনন্দবাজারের কপি-পেস্ট খবর গিলছেন না তো?!

বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওয়েবসাইটে আবারও কলকাতাভিত্তিক আনন্দবাজারের রিপোর্ট কপি-পেস্ট করে প্রকাশ করা হয়েছে! গত ক'দিন আগে এরকম একটি হুবহু কপি-পেস্ট সংবাদ দেখা গিয়েছিল।

আজকের রিপোর্টর আনন্দবাজারী শিরোনাম "রিয়াধে কাল ট্রাম্প-শরিফ মুখোমুখি বৈঠক হতে পারে" 

আনন্দবাজারের স্ক্রিনশট-


শনিবার, মে ১৩, ২০১৭

বনানীর ধর্ষণ নিয়ে তিনটি পত্রিকার অদ্ভুত আচরণ!


বনানীর হোটেল রেইন ট্রি'তে আটকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা এই মুহুর্তে টক অব দ্য কান্ট্রি। এ নিয়ে বিবরণ দেয়া কিছু নেই। সবাই জানেন ঘটনা কী এবং এখন কী হচ্ছে। মর্মান্তিক, বর্বর এই ঘটনায় সব মানুষই মর্মাহত। অবশ্য 'সব মানুষ' কথাটা খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ, সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই দেখা গেছে কিছু অদ্ভুত মানুষ

শুক্রবার, মে ০৫, ২০১৭

শাপলা চত্বরে হেফাজত: মিডিয়া কিভাবে দেখিয়েছে?




ব্লগে ইসলামবিদ্বেষী লেখালেখির প্রতিবাদে এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সংখ্যায় তারা ছিলেন লাখো। তখন সরকারের পক্ষ থেকে নানা বাধা উপেক্ষা করে হেফাজত কর্মীরা সারাদেশ থেকে ঢাকা এসে পৌঁছান। শাপলায় অবস্থা নিয়ে হেফাজত নেতারা ঘোষণা দেন যে, তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না।

সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান

সোমবার, মে ০১, ২০১৭

সাংবাদিক গ্রেফতার: সংবাদমাধ্যমে নীরবতা!


একজন সিনিয়র সাংবাদিককে গ্রেফতার করে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাংলাট্রিবিউনের এ সংক্রান্ত একটি রিপোর্টে বলা হয়েছে--

"তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ মে) ঢাকা মহানগর হাকিম একেএম মইন উদ্দিন সিদ্দিকী এই আসামির জামিনের আবেদন নাকচ করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।"