শনিবার, জানুয়ারী ২০, ২০১৮

বাংলাদেশকে ‘ভারতের চেয়ে সাম্প্রদায়িক’ দেখাতে চায় কারা?


//বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র খুবই ভয়াবহ। বিশেষ করে হিন্দুরা এখানে প্রতিদিন মার খাচ্ছে। তাদেরকে বাড়িঘরছাড়া করে ভারতে পাঠিয়ে দেয়া হচ্ছে।//

এই প্রচারণাটা ভারতের পক্ষ থেকে বাংলাদেশে এবং ভারতে উভয় জায়গায় চালানো হয়। বাংলাদেশে বসে দিল্লিতে বাস করা কিছু লোকও এই সুরে জিগির করে থাকেন। এবং এই মুহূর্তে চলমান প্রণব মুখার্জির পেছনে দাঁড়িয়ে থাকার বাংলাদেশি নেতাদের ছবি তোলা বিতর্কের সময়ও এই জিগির চালানো হচ্ছে। প্রণবের বাংলাদেশি ভক্ত-মুরিদানরা বলছেন, এই ছবির সমালোচনা নাকি সংখ্যালঘু বিদ্বেষ, হিন্দুবিদ্বেষ থেকে হচ্ছে!

বৃহস্পতিবার, জানুয়ারী ০৪, ২০১৮

রক্তভেজা সাংবাদিকতা, এতিমের কান্নাভেজা সাংবাদিকতা


কদরুদ্দীন শিশির:

নববর্ষের প্রথম দিনের কয়েকটি সংবাদের শিরোনাম আপনাদেরকে পড়াবো। শুরু করছি--

কালের কণ্ঠের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের গুলিতে মাদক সম্রাটের মৃত্যু"

জাগোনিউজের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের গুলিতে ‘মাদক সম্রাট’ নিহত"

বাংলাট্রিবিউনের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের ওপর হামলা, গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত"

বাংলানিউজের শিরোনাম, "চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত"

বিডিনিউজের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত"