রবিবার, এপ্রিল ২২, ২০১৮

মানবাধিকার লঙ্ঘন ও বাংলাদেশি পত্রিকায় একটি দিন



বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৭ সালের প্রতিবেদন প্রকাশ করা হয় শুক্রবার (২০ এপ্রিল, ২০১৮)। বাংলাদেশে জাতীয় পত্রিকাগুলোতে রোববার (২২ এপ্রিল) এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

এদিকে শনিবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন গণশুনানির আয়োজন করে। ‘মায়ের ডাক’ হচ্ছে দেশে নিখোঁজ হওয়া এবং নিখোঁজের পরে বিভিন্ন স্থানে লাশ পাওয়া গেছে এমন ৫০ জন ব্যক্তির পরিবারের সদস্যদের সংগঠন।

মঙ্গলবার, এপ্রিল ১৭, ২০১৮

৩ ছাত্রনেতাকে উঠিয়ে নেয়ার সংবাদ পত্রিকায় যেভাবে এসেছে


কোটা সংস্কার আন্দোলনের অন্যতম তিন নেতাকে গোয়েন্দা পুলিশ কর্তৃক ক্যাম্পাস থেকে উঠিয়ে নেয়ার ঘটনা ঘটে গতকাল সোমবার (১৬ এপ্রিল)। আজ মঙ্গলবার জাতীয় পত্রিকাগুলোতে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা এখানে দেখবো শীর্ষ কয়েকটি পত্রিকার মধ্যে কে কিভাবে ঘটনার খবরকে উপস্থাপন করেছে।