রবিবার, মে ২৯, ২০১৬

সবপক্ষের বক্তব্য, যুক্তি এবং অজানা সত্য-মিথ্যা

কদরুদ্দীন শিশির

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপি মিলে ভারতে বসে বাংলাদেশের সরকার উৎখাতের কথিত ষড়যন্ত্র নিয়ে একপক্ষীয় বক্তব্যে এতদিন পত্রিকার পাতা ভরছিল। ষড়যন্ত্রের অভিযোগ তোলা সরকারপক্ষের একের পর এক আক্রমণে শিকার হতে থাকা অভিযুক্তপক্ষ কোণঠাসা হয়ে পড়েছিল। সরকারপক্ষের বক্তব্যের জয়জয়কার মিডিয়ার সর্বত্র। এমন এক মুহুর্তে প্রকাশিত হয় বিবিসি বাংলার একটি প্রতিবেদন।

শনিবার, মে ২৮, ২০১৬

‘স্বাধীন’ মিডিয়ায় আরেকটি ব্লাকআউট


কদরুদ্দীন শিশির

২৭ মে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে, “সজীব ওয়াজেদের সাথে `বৈঠক` হয়েছে: সাফাদি”।  তার আগের দিন যুক্তরাষ্ট্রপ্রবাসী জাহিদ এফ সরদার সাদী নামে এক বাংলাদেশি সাংবাদিক (যিনি বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন।

বৃহস্পতিবার, মে ২৬, ২০১৬

পশ্চিমবঙ্গে ও আসামে নির্বাচন: ঢাকাই পত্রিকার উচ্ছাসে ভেসে যাচ্ছে উদ্বেগ



কদরুদ্দীন শিশির

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় দুটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল গত ১৯ মে। তাতে পশ্চিমবঙ্গে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর আসামে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিজয়ী হয়েছে ভারতের কেন্দ্রী ক্ষমতাসীন দল বিজেপি।

বুধবার, মে ১৮, ২০১৬

‘শিক্ষকের অপমান’ নয়, আলোচনা যখন কটুক্তি নিয়ে: মিডিয়া কী বলছে?



একজন শিক্ষক বর্বরভাবে অপমানিত হয়েছেন। তার বিরুদ্ধে যত বড় অভিযোগই থাকুক না কেন, এভাবে তার ছাত্রছাত্রী-সহকর্মী-অভিভাবক-এলাকার মানুষের সামনে এমপির শক্ত তর্জনীর ইশারায় (ভিডিওতে এভাবেই দেখা যাচ্ছে) কান ধরে উঠবস করানো যেকোনো আইনি, সামাজিক বা ধর্মীয় বিচারে বর্বরতা বলেই স্বীকৃত হবে।

সোমবার, মে ০৯, ২০১৬

নিউইয়র্ক টাইমস ও দ্য হিন্দু’র চোখে দেখা বাংলাদেশের চলমান সংকট



আজকে, ৯ মে ২০১৬, নিউইয়র্ক টাইমস এবং দ্য হিন্দু বাংলাদেশের চলমান রাজনৈতিক সমস্যাগুলো নিয়ে দুটি সম্পাদকীয় প্রকাশ করেছে। প্রথমটির শিরোনাম  Bangladesh’s Descent into Lawlessness এবং দ্বিতীয়টির Bangladesh’s battle for its future. দুই সম্পাদকীয়তে বাংলাদেশের চলমান সংকটগুলোকে পত্রিকা দুটি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে তা ফুটে উঠেছে।

মঙ্গলবার, মে ০৩, ২০১৬

দুটি পত্রিকা ছাড়া বাংলাদেশের সব গণমাধ্যম ‘মুক্ত ও স্বাধীন’!



কদরুদ্দীন শিশির:

গত ফেব্রুয়ারি মাসে যখন ডেইলি স্টার সম্পাদক ও প্রথিতযশা সাংবাদিক মাহফুজ আনামের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গণহারে মামলা করছিল তখন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজ) এক বিবৃতিতে বলেছিল, “ইতোমধ্যে মারাত্মক চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের মিডিয়া পরিস্থিতির জন্য এটা অত্যন্ত উদ্বেগজনক খবর।”