বুধবার, ডিসেম্বর ২০, ২০১৭

গরিবের 'জীবিকার দ্বন্দ্ব' ও ‘ধর্মীয় রঙ’ লাগিয়ে খবর বিক্রির উপায়


গত ১২ ডিসেম্বর প্রথম আলোর প্রিন্ট সংস্করণে একটি সংবাদের শিরোনাম ছিল ‘ফসলের মাঠে নারীদের যেতে মানা!’ এরপর এই ঘটনা টক অব দ্য কান্ট্রি। সব গণমাধ্যমে খবর ছাপা হয়েছে। ঘটনাটিকে উপলক্ষ্য করে ফতোবাজির বিরুদ্ধে কলাম লেখা হয়েছে, সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে। বলা হচ্ছে, নারীর বিরুদ্ধে ফতোয়াবাজির একটি দৃষ্টান্ত কুষ্টিয়ার এই ঘটনা।

রবিবার, অক্টোবর ০১, ২০১৭

রাখাইনে হিন্দুদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে কারা?



গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর মিয়ানমার সরকারের 'State Counsellor Office Information Committee' এর ভেরিফায়েড ফেসবুক পেইজে কয়েকটি ভিডিও ও ছবি পোস্ট করা হয়। সেখানে একটি ছবির মধ্যে ক্যাপশন আকারে ইংরেজিতে লেখা ছিল- “25 September 2017, second day of found out the dead bodies of Hindus, killed and buried by ARSA extremist terrorists. (at the site of 1000 M far from N-W of Yebawkya Village)”.

এসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি এলাকায় বেশ কিছু লাশ মাটিতে রাখা (সরকারি হিসেবে ২৮টি) । সেখানে হেলিকপ্টারে পৌঁছে সরকারি লোকজন ঘটনাস্থল দেখছেন। সাধারণ পোশাকে অনেক মানুষ ও পুলিশের উপস্থিতিও রয়েছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে কর্মকর্তা গোছের এক লোক কয়েকজন নারীকে সান্তনা দিচ্ছেন।

শনিবার, মে ২০, ২০১৭

সাবধান! আনন্দবাজারের কপি-পেস্ট খবর গিলছেন না তো?!

বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওয়েবসাইটে আবারও কলকাতাভিত্তিক আনন্দবাজারের রিপোর্ট কপি-পেস্ট করে প্রকাশ করা হয়েছে! গত ক'দিন আগে এরকম একটি হুবহু কপি-পেস্ট সংবাদ দেখা গিয়েছিল।

আজকের রিপোর্টর আনন্দবাজারী শিরোনাম "রিয়াধে কাল ট্রাম্প-শরিফ মুখোমুখি বৈঠক হতে পারে" 

আনন্দবাজারের স্ক্রিনশট-


শনিবার, মে ১৩, ২০১৭

বনানীর ধর্ষণ নিয়ে তিনটি পত্রিকার অদ্ভুত আচরণ!


বনানীর হোটেল রেইন ট্রি'তে আটকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা এই মুহুর্তে টক অব দ্য কান্ট্রি। এ নিয়ে বিবরণ দেয়া কিছু নেই। সবাই জানেন ঘটনা কী এবং এখন কী হচ্ছে। মর্মান্তিক, বর্বর এই ঘটনায় সব মানুষই মর্মাহত। অবশ্য 'সব মানুষ' কথাটা খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ, সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই দেখা গেছে কিছু অদ্ভুত মানুষ

শুক্রবার, মে ০৫, ২০১৭

শাপলা চত্বরে হেফাজত: মিডিয়া কিভাবে দেখিয়েছে?




ব্লগে ইসলামবিদ্বেষী লেখালেখির প্রতিবাদে এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সংখ্যায় তারা ছিলেন লাখো। তখন সরকারের পক্ষ থেকে নানা বাধা উপেক্ষা করে হেফাজত কর্মীরা সারাদেশ থেকে ঢাকা এসে পৌঁছান। শাপলায় অবস্থা নিয়ে হেফাজত নেতারা ঘোষণা দেন যে, তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না।

সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান

সোমবার, মে ০১, ২০১৭

সাংবাদিক গ্রেফতার: সংবাদমাধ্যমে নীরবতা!


একজন সিনিয়র সাংবাদিককে গ্রেফতার করে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাংলাট্রিবিউনের এ সংক্রান্ত একটি রিপোর্টে বলা হয়েছে--

"তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ মে) ঢাকা মহানগর হাকিম একেএম মইন উদ্দিন সিদ্দিকী এই আসামির জামিনের আবেদন নাকচ করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।"

সোমবার, এপ্রিল ১০, ২০১৭

মিডিয়ার চোখে ‘দিল্লি দর্শন’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফর চলছে। ৭ এপ্রিল শুরু হওয়া সফর এই মুহুর্তে দুই দেশের মিডিয়ায় প্রধান ইস্যু। ৮ এপ্রিল মোদি-হাসিনার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর স্বাক্ষরিত হয় বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি। এর মোট সংখ্যা ২২, ৩২ ৩৬- এ নিয়ে মতবিরোধ রয়েছে খোদ সরকারি সূত্রগুলোর মধ্যেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৬টি চুক্তি ও ১৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুই দেশের সরকারি পর্যায়ে। আর বেসরকারি পর্যায়ে হয়েছে বাকি ১২ বা ১৪টি চুক্তি/স্মারক। বৈঠক শেষে দুই নেতা প্রেস ব্রিফিং করেছেন। এর পাশাপাশি ছিল কিছু 'সাইড ইভেন্ট'।