শুক্রবার, মার্চ ০৯, ২০১৮

নারীকে নিয়ে রাজনীতি: হেফাজতি নিপীড়ন ও আওয়ামী নিপীড়নে ভিন্ন প্রতিক্রিয়া



বাংলাদেশের বর্তমান আদর্শিক বিভাজনের রাজনীতির অন্যতম দুটি পক্ষ হলো- এক. ‌‘ইসলামবিদ্বেষী সেকুলারিজম’ এবং; দুই: ‘ইসলামবিদ্বেষী সেকুলারিজম-বিদ্বেষী ইসলামিজম’। অর্থাৎ, এখানকার সেকুলারদের মূলধারা ইসলামবিদ্বেষী। আর তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী ইসলামপন্থি নানা গ্রুপ মিলে আরেকটি ধারা; যারা নিজেদের মধ্যে নানাভাবে বিভাজিত হলেও ইসলামবিদ্বেষীদের ব্যাপারে মানসিকভাবে ঐক্যবদ্ধ।

সার্বিক বিবেচনায় বাংলাদেশের মিডিয়া স্বাধীনও নয়, এবং লিবারালও নয়। আবার এখানকার সরকারও ইলিবারাল, এবং ‘ইসলামবিদ্বেষী সেকুলাররা’ এই সরকারের মেশিনারিতে প্রভাশালী হিসেবে বসে আছেন। অর্থাৎ, ইলিবারাল মিডিয়াকে ইলিবারাল সরকারে থাকা ‘ইসলামবিদ্বেষী সেকুলাররা’ ডিক্টেট করার সুযোগ পান। এইটাই বাংলাদেশের মিডিয়া পরিস্থিতি।