রবিবার, অক্টোবর ০১, ২০১৭

রাখাইনে হিন্দুদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে কারা?



গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর মিয়ানমার সরকারের 'State Counsellor Office Information Committee' এর ভেরিফায়েড ফেসবুক পেইজে কয়েকটি ভিডিও ও ছবি পোস্ট করা হয়। সেখানে একটি ছবির মধ্যে ক্যাপশন আকারে ইংরেজিতে লেখা ছিল- “25 September 2017, second day of found out the dead bodies of Hindus, killed and buried by ARSA extremist terrorists. (at the site of 1000 M far from N-W of Yebawkya Village)”.

এসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি এলাকায় বেশ কিছু লাশ মাটিতে রাখা (সরকারি হিসেবে ২৮টি) । সেখানে হেলিকপ্টারে পৌঁছে সরকারি লোকজন ঘটনাস্থল দেখছেন। সাধারণ পোশাকে অনেক মানুষ ও পুলিশের উপস্থিতিও রয়েছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে কর্মকর্তা গোছের এক লোক কয়েকজন নারীকে সান্তনা দিচ্ছেন।